বিমান বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, আছে সার্বক্ষণিক গাড়ি, দ্রুত আবেদন করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডে কর্মকর্তা নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামীকাল সোমবার। প্রতিষ্ঠানটি কোম্পানি সেক্রেটারি (সিএস) পদে জেনারেল ম্যানেজার পদমর্যাদায় একজন কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই–মেইলে আবেদনপত্র পাঠাতে হবে।

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এফসিএস বা ফিন্যান্স/অ্যাকাউন্টিং বিষয়ে এমবিএ ডিগ্রি থাকতে হবে। স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত/প্রতিষ্ঠিত

কোনো প্রতিষ্ঠানে কোম্পানি সেক্রেটারি হিসেবে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগ এবং উপস্থাপনায় সাবলীল হতে হবে।

সুযোগ–সুবিধা: সার্বক্ষণিক চালক ও জ্বালানিসহ গাড়ি, টেলিফোন ও মুঠোফোন বিল, এয়ার টিকিটসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী স্বাস্থ্য সুবিধা দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদসহ আবেদনপত্র mgremp@biman.gov.bd ঠিকানায় ই–মেইল করে দিতে হবে।

এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ডাকযোগে/কুরিয়ার বা সরাসরি পাঠানো যাবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই  জানা যাবে।

ডাকযোগে/কুরিয়ার/সরাসরি আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ম্যানেজার এমপ্লয়মেন্ট, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, হেড অফিস ‘বলাকা’, কুর্মিটোলা, ঢাকা–১২২৯।

আবেদনের শেষ সময়: ১৭ ফেব্রুয়ারি ২০২৫।

Post Comment

You May Have Missed