ভালোবাসা দিবসে ওটিটিতে দেখে নিন নতুন ৫ সিনেমা
ভালোবাসা দিবস উপলক্ষে দেশি-বিদেশি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে নানা স্বাদের সিনেমা, সিরিজ। সদ্য মুক্তি পাওয়া এমন পাঁচ কনটেন্ট নিয়ে এই আয়োজন।
ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা সাগর জাহান। ‘আরমান ভাই’, ‘সিকান্দার বক্স’, ‘অ্যাভারেজ আসলাম’সহ বেশ কিছু জনপ্রিয় নাটক বানিয়েছেন তিনি। এবার তিনি বানিয়েছেন নিখাদ প্রেমের গল্প। তাঁর নতুন এই ওয়েব ফিল্মটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা ও খায়রুল বাসার।
বাসার ও তিশার প্রেম, খুনসুটিই উঠে এসেছে এই সিনেমায়, আলোচনা হয়েছে ‘পরিণতি জানা নেই; তবু, রূপাদের সঙ্গে মাঝে মাঝেই হিমুদের দেখা হয়’—এমন সংলাপ নিয়েও। এই সময়ের প্রেমের গল্পের আমেজ পাওয়া যাবে কনটেন্টটিতে।
তামিল রোমান্টিক কমেডি সিনেমাটি বানিয়েছেন কিরুথিগা উধায়ানিধি। এটি নির্মিত হয়েছে মার্কিন সিনেমা ‘দ্য সুইচ’-এর প্রেরণায়। এ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রবি মোহন ও নিত্যা মেনন। গত ১৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির পর প্রায় ১৭ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।
ব্যবসায়িক সাফল্যের সঙ্গে পেয়েছে সমালোচকদের প্রশংসাও। এবার সিনেমাটি এসেছে ওটিটিতে, অনেক বাংলাদেশি দর্শকও সিনেমাটির প্রশংসা করেছেন। অভিনয়, গল্পের সঙ্গে এ আর রাহমানের সংগীত পরিচালনায় সিনেমার গানগুলোও আলোচিত হয়েছে। থ্রিলার আর অ্যাকশন সিনেমা দেখতে দেখতে যাঁরা ক্লান্ত, তাঁরা দেখে নিতে পারেন এই সময়ের আলোচিত এই রোমান্টিক সিনেমা।
‘ববি অউর ঋষি কি লাভ স্টোরি’, ডিজনি প্লাস হটস্টার
কুনান কোহলির এই রোমান্টিক কমেডি সিনেমায় অভিনয় করেছেন নবাগত অভিনয়শিল্পীরা। এতে অভিষেক হয়েছে শেখর কাপুরের মেয়ে কাবেরি কাপুর ও অমরেশ পুরির নাতি বর্ধন পুরিকে। সিনেমার গল্প ববি ও ঋষিকে নিয়ে।দুজনের দেখা হয় কেমব্রিজে। শহরে নতুন আসা ববিকে সাহায্য করে ঋষি। তাঁদের বন্ধুত্ব দ্রুতই প্রেমে গড়ায়। কিন্তু ঘটনাচক্রে দুজন আলাদা হয়ে যান। আবার কি ঋষি আর ববির দেখা হবে? এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।
‘ধুম ধাম’, নেটফ্লিক্স
এক নবদম্পতি ফুলশয্যার রাতে একে অপরের পাশে বসে আছে। দুজনই ভীষণ লাজুক। হঠাৎই দরজায় ধাক্কা দেয় এক অপরিচিত ব্যক্তি। তারপর মাত্র কয়েক সেকেন্ডের অপেক্ষা। একের পর এক ব্যক্তি ঢুকে পড়ে বাসরঘরে। এরপর দেখা যায়, কনে চরিত্রে অভিনয় করা ইয়ামি গৌতম বন্দুক হাতে আততায়ীর ওপর ঝাঁপিয়ে পড়েছেন স্বামীকে বাঁচানোর জন্য।স্ত্রীর হাতে বন্দুক দেখে রীতিমতো হতবাক স্বামী চরিত্রে অভিনয় করা প্রতীক গান্ধী। দুই বিপরীত স্বভাবের দুই মানুষের বিয়ের গল্প দেখানো হয়েছে এই সিনেমায়। সিনেমাটি পরিচালনা করেছেন ঋষভ শেঠ। রোমান্টিক সিনেমা, সঙ্গে অ্যাকশন আছে; আর আছে ভরপুর কমেডি। ভালোবাসা দিবসে তাই দেখে নিতে পারেন এ সিনেমাটি।
‘মাই ফল্ট: লন্ডন’, অ্যামাজন প্রাইম ভিডিও
মায়ের সঙ্গে ফ্লোরিডা থেকে লন্ডন চলে আসে কিশোরী নোয়া। নতুন শহরে শুরুতে অপ্রস্তুত লাগলেও দ্রুতই নোয়ার জীবনে প্রেম আসে। তবে ‘অতীত ইতিহাস’ নোয়ার জীবনে নতুন করে দুঃস্বপ্ন নিয়ে আসে। সে কি পারবে সব পেছন ফেলে জীবনকে এগিয়ে নিতে? এমন গল্প নিয়ে রোমান্টিক ড্রামা সিনেমাটি বানিয়েছেন ড্যানি গিডউড ও শ্যার্লোট ফ্যাসলার। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আশা ব্যাংকস ও ম্যাথু ব্রুম।
Post Comment